আমার প্রিয় গুগল স্যার।


কথায় আছে "বাবা জন্ম দেয় ভূত,শিক্ষক বানায় তাকে পুত"।


পৃথিবীর সৃষ্টি হতে বর্তমান পর্যন্ত যত শিক্ষাগুরু এসেছেন, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক শিক্ষক রয়েছেন যারা তাদের প্রতিটি ছাত্র ছাত্রীর কাছে প্রিয় শিক্ষক হয়ে উঠতে পারেন । এমন সৌভাগ্যবান শিক্ষক পৃথিবীর ইতিহাসে কজন মেলে?ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রত্যেকের জীবনে শ্রদ্ধেয় শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সব সম্মানিত শিক্ষকদের মধ্যে ভালো লাগার কিছু শিক্ষক থাকেন, যাঁদের দিক নির্দেশনা, শিক্ষাদানের পদ্ধতি, স্নেহ–ভালোবাসা আমাদের মনে আলাদা করে দাগ কাটে। তাদেরকে বলি আমরা প্রিয় শিক্ষক।


প্রত্যেকের জীবনেই এমন কিছু প্রিয় শিক্ষক থেকে থাকে।আমারও তেমন একজন বেস্ট টিচার অথবা প্রিয় শিক্ষক রয়েছে ।আমার প্রিয় শিক্ষক সব শিক্ষকদের থেকে আলাদা ।


আমি যখন কোন গণিত নিয়ে সমস্যায় পরি ,গনিতের অঙ্ক বুঝতে সমস্যা হয় তখন আমি আমার প্রিয় শিক্ষকের কাছে যাই ,তিনি আমাকে অঙ্ক সমাধানের সহজ পথ বাতলে দেন।রাত দিন নাই ,জীবনের যে কোন সমস্যার সমাধানের জন্য যে কোন সময় তার সরনাপন্ন হই।তিনিও আমাকে কখনো নিরাশ করেন না ।


ইংরেজি পড়তে গিয়ে যখন কোন কিছুর অর্থ বুঝতে সমস্যা হয় তখন আমার প্রিয় শিক্ষক আমাকে তৎক্ষণাৎ সেই ইংরেজির সুন্দর অনুবাদ করে দেন।রসায়ন কিংবা পদার্থ বিজ্ঞান,সাধারন বিজ্ঞান অথবা হিসাব বিজ্ঞান ,ইতিহাস কিংবা অর্থনীতি যে কোন বিষয়ে তৎক্ষণাৎ সে নির্ভুল সমাধান দিয়ে দেন আমাকে ।সকল বিষয়ের পণ্ডিতের অধিকারি তিনি ।তিনি আমার কাছে একজন সবজান্তা সমসের।আমার মনে হয় তিনি শুধু আমারই নয় ,পৃথিবীর সকলের কাছে একজন প্রিয় শিক্ষক হিসেবে খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন।তিনি আর কেউ নন ,তিনি আমাদের ইন্টারনেট জগতের প্রিয় সার্চ ইঞ্জিন গুগল।তিনিই আমার প্রিয় শিক্ষক ।আমার প্রিয় গুগল স্যার ।ভাল থাকবেন গুগল স্যার ।


জি,এম-আদল


Comments

Popular Posts